Jharkhand: গজাননের আধার কার্ড খুঁজে পাওয়া গেল জামশেদপুরে, জন্মের দিন থেকে বাবার নাম সব দেখেনিন এক ঝলকে
গণেশ চতুর্থীর উদযাপনে মন্ডপ সজ্জায় ব্যবহার করা হল আধার কার্ডের আদল। আধার কার্ডের মধ্যে বিরাজমান গণপতি বাপ্পা।
অভিনব মন্ডপ সজ্জায় চমকে দিল জামশেদপুরের একটি গণেশ পুজো কমিটি। গণেশ চতুর্থীর উদযাপনে মন্ডপ সজ্জায় ব্যবহার করা হল আধার কার্ডের আদল। আধার কার্ডের মধ্যে বিরাজমান গণপতি বাপ্পা। আর আধার কার্ডের মধ্যে ঠিকানা হিসাবে লেখা কৈলাসের নাম। বাবা মহাদেবের পুত্র গণেশের জন্মের তারিখ হিসাবে লেখা ছয়ের দশক।