Happy Ganga Dussehra 2022 Greetings & Photos: আজ গঙ্গা দশেরা, আপনজনকে শেয়ার করুন এই শুভেচ্ছা ভিডিও
শিবের জটা থেকে যেদিন পৃথিবীতে প্রবাহিনী রূপে গঙ্গা এসেছিল, সেই দিনটিকেই গঙ্গা দশেরা (Happy Ganga Dussehra 2022) বলা হচ্ছে।
শিবের জটা থেকে যেদিন পৃথিবীতে প্রবাহিনী রূপে গঙ্গা এসেছিল, সেই দিনটিকেই গঙ্গা দশেরা (Happy Ganga Dussehra 2022) বলা হচ্ছে। উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায়ের মানুষ এই দিনটিকে নিষ্ঠাভরে পালন করে থাকে।আজ বৃহস্পতিবার ৯ জুন এ বছরের গঙ্গা দশেরা। এই দিনে গঙ্গায় পুণ্যস্নান সারলে সব পুরোনো পাপ ধুয়ে যায়। এমনই বিশ্বাস মানুষের মধ্যে রয়েছে। স্নান সেরে গরিব দুঃখীদের জন্য দানধ্যান করা গঙ্গা দশেরার অন্যতম একটি কাজ। এই দানধ্যানের মাধ্যমে শেষ হয় গঙ্গা দশেরার আচার অনুষ্ঠান। এই বিশেষ দিনে বন্ধু পরিজনকে শেয়ার করুন LatestLY বাংলার এই শুভেচ্ছা ভিডিও।
দেখুন ভিডিও