Chewing Properly Can Help Diabetes Patient: ভাল করে চিবিয়ে খাবার খান, 'পালাবে' ব্লাড সুগার

Woman's Teeth (Photo Credit: ANI)

যাঁরা সুগারের রোগী, তাঁদের দাঁত ভাল করে পরীক্ষা করা হোক। ব্লাড সুগারের রোগীদের দাঁত ভাল করে পরীক্ষার ফলে বোঝা যাবে, তাঁরা খাবার কতটা চিবিয়ে খান।  ব্লাড সুগারে আক্রান্ত রোগীরা যাতে খাবার ভাল করে চিবিয়ে খান, তাহলে তাঁদের রক্তে শর্করার পরিমাণ  অনেকটা কমে যাবে।  সম্প্রতি একটি গবেষণায় এমন তথ্য প্রকাশ্যে আসে। সেই  কারণে যে চিকিৎসকরা ব্লাড সুগারের রোগীদের চিকিৎসা করেন, তাঁরা যাতে ভাল করে সংশ্লিষ্ট ব্যক্তির দাঁত পরীক্ষা করেন, সেই আবেদন জানান নিউ ইয়ার্কের একটি বিশ্ববিদ্য়ালয়ের গবেষকরা।