YouTuber Ankit Kumar Dies by Suicide: মাথায় পরচুলা, পরনে শাড়ি-ব্লাউজ, মেয়ে সেজে ভিডিয়ো বানানোই কাল! আত্মঘাতী ইউটিউবার

মাথায় পরচুলা, পরনে শাড়ি, ব্লাউজ, মুখে মেকআপ করে একেবারে মেয়েদের মতই অঙ্গভঙ্গি করে ভিডিয়ো বানাতেন অঙ্কিত। তাঁর আত্মঘাতী হওয়ার সংবাদে হতবাক নেটবাসী।

YouTuber Ankit Kumar Dies by Suicide (Photo Credits: Instagram)

মেয়ে সেজে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো বানিয়ে জনপ্রিয়তা লাভ করেছিলেন অঙ্কিত কুমার (Ankit Kumar)। জানা যাচ্ছে, বিহারের সেই ইউটিউবার আত্মহত্যা করেছেন। তাঁর ইউটিউব চ্যানেলার নাম 'রানি কুমারী' (Ranu Kumari)। মাথায় পরচুলা, পরনে শাড়ি, ব্লাউজ, মুখে মেকআপ করে একেবারে মেয়েদের মতই অঙ্গভঙ্গি করে ভিডিয়ো বানাতেন অঙ্কিত। তাঁর আত্মঘাতী হওয়ার সংবাদে হতবাক নেটবাসী। জানা যাচ্ছে, মায়ের সঙ্গে বচসার জেরেই এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন ইউটিউবার। তাঁর মেয়েদের সাজ পোশাকে ভিডিয়ো বানানো একেনারেই পছন্দ ছিল না পরিবারের। সেই নিয়ে হামেশাই বাড়িতে অশান্তি হত। এদিনও মায়ের সঙ্গে সেই নিয়ে অশান্তি বাধে। এরপরেই আত্মহত্যার সিদ্ধান্ত নেয় অঙ্কিত। মারা যাওয়ার দুই ঘণ্টা আগেও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ভিডিয়ো পোস্ট করেন তিনি।

আত্মঘাতী ইউটিউবারঃ

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now