Worli Hit and Run Case: বিএমডব্লিউ-কাণ্ডে গ্রেফতার শিবসেনা নেতার পুত্র মিহির
মুম্বইয়ের (Mumbai) ওরলি হিট অ্যান্ড রান মামলার (Worli Hit and Run Case) প্রধান অভিযুক্ত মিহির শাহকে (Mihir Shah) অবশেষ গ্রেফতার করল ওরলি পুলিশ। রবিবার, ৭ জুলাই সাত সকালে দুর্ঘটনার পর থেকেই পলাতক ছিলেন একনাথ শিন্ডের শিবসেনা নেতা রাজেশ শাহের ছেলে মিহির (২৪)। বেপরোয়া গতিতে নিজের বিএমডব্লিউ (BMW) চালিয়ে সোজা মিহির ধাক্কা মরেছিলেন একটি স্কুটারে। তাতে যাত্রা করছিলেন এক বৃদ্ধ দম্পতি। বিএমডব্লিউ-র ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধার। প্রাণে বেঁচে যান বৃদ্ধ। অভিযুক্তের বাবা তথা শিবসেনা নেতা রাজেশ শাহকেও গ্রেফতার করেছিল পুলিশ। তবে পরের দিন সোমবারই জামিনে মুক্তি পান তিনি। মঙ্গলবার, ঘটনার ৭২ ঘণ্টা পর থানের শাহপুর এলাকা থেকে গ্রেফতার হন মুখ্য অভিযুক্ত মিহির।
আরও পড়ুনঃ রবিবাসরীয় সকালে বাজারে বেরিয়ে বাড়ি ফেরা হল না বৃদ্ধার, BMW-র ধাক্কায় পথেই মৃত্যু
গ্রেফতার নেতা পুত্র...