Woman Cried On Non-Veg Biryani Video: 'নবরাত্রিতে কেন আমিষ বিরিয়ানি দিল?', মুরগির মাংস দেখিয়ে কান্না মহিলার, দেখুন
চৈত্র নবরাত্রি চলছে। আর এই নবরাত্রির সময় নিরামিষ অর্থাৎ ভেজ বিরিয়ানি (Veg Biryani) অর্ডার করেন গ্রেটার নয়ডার (Noida) বাসিন্দা ছায়া শর্মা। লখনউ কাবাব পরাঠা রেস্তোরাঁ থেকে নিরামিষ বিরিয়ানি সুইগির মাধ্যমে অর্ডার করেছিলেন ওই মহিলা। সুইগি অর্ডার নিয়ে যখন ছায়া শর্মাকে খাবার পৌঁছে দেয়, সেই সময় তিনি আমিষ বিরিয়ানি হাতে পেয়েছেন বলে অভিযোগ করেন। নিরামিষ বিরিয়ানি অর্ডার করলেও ছায়া আমিষ অর্থাৎ মুরগির মাংস (Chicken) দেওয়া বিরায়ানি হাতে পেয়েছেন বলে অভিযোগ করেন। নিজের অভিযোগ বিরিয়ানি সমেত তিনি ভিডিয়ো রেকর্ড করেন। যে ভিডিয়োতে ছায়া শর্মাকে কাঁদতে দেখা যায়। যা প্রকাশ্যে আসতেই পদক্ষেপ করা হয় পুলিশের তরফে। ছায়া শর্মার অভিযোগের ভিত্তিতে লখনউ কাবাব পরাঠা রেস্তোরাঁর মালিক রাহুল রাজবংশীকে গ্রেফতার করে পুলিশ। নিরামিষের জায়গায় আমিষ বিরিয়ানি কেন পাঠানো হয় ছায়া শর্ম নামে ওই মহিলাকে, সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় রাহুল রাজবংশী নামে ওই মহিলাকে।
আরও পড়ুন: Biriyani History : বিরিয়ানি আমাদের হেঁসেলে ঢুকল কিভাবে? জানুন ইতিহাস
দেখুন ওই মহিলা কী বললেন তাঁর পাওয়া মাংসের বিরিয়ানি নিয়ে...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)