MP Shocker: ননদের সঙ্গে পরকীয়া, স্বামী-সন্তান ছেড়ে পালালেন গৃহবধূ
এরপর আচমকা ১২ অগস্ট নিখোঁজ হয়ে যান সন্ধ্যা।
বিয়ে করে ঘরে বউ এনেছিলেন। শুরু থেকে ভালই চলছিল সংসার। কোল আলো করে এল সন্তানও। কিন্তু মুহূর্তে সব ওলটপালট। কাউকে কিছু না বলে বাড়ি থেকে পালিয়ে গেল স্ত্রী। তবে অন্য কোনও পুরুষের সঙ্গে নয়, নিজের ননদের সঙ্গেই পালিয়ে গেলেন গৃহবধূ। ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের জবলপুরের অমরপাতান এলাকায়। মহিলার নাম সন্ধ্যা। তাঁর স্বামীর নাম আশুতোষ। ৭ বছর আগে বিয়ে হয় তাঁর। তাঁদের বাড়িতে নিত্য যাতায়াত ছিল আশুতোষের খুড়তুতো বোন মানসীর। ননদ-বৌদির খুব ভাল বন্ধুত্ব ছিল। স্বাভাবিকভাবেই কারও সন্দেহ হয়নি তাঁদের সম্পর্ক দেখে। এরপর আচমকা ১২ অগস্ট নিখোঁজ হয়ে যান সন্ধ্যা। এরপর তদন্তে নেমে জানা যায়, মানসীর সঙ্গেই বিবাহ বহির্ভূত সম্পর্কে রয়েছে সন্ধ্য্যা।
ননদের সঙ্গে পরকীয়া, স্বামী-সন্তান ছেড়ে পালালেন গৃহবধূ
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)