Wolf Terror in UP: নেকড়ে আতঙ্কে কাঁপছে বহরাইচ, গতিবিধিতে নজর রাখতে বসানো হল স্ন্যাপ ক্যামেরা

বনদফতর সূত্রে খবর, ছয়টি নেকড়ের একটি দল ঢুকে পড়েছিল গ্রামে। তার মধ্যে চারতটি ধরা পড়লেও দুটি খোলা ঘুরছে।

Wolf Terror in UP Install Snap Cameras (Photo Credits: X)

গত এক মাস ধরে মানুষখেকো নেকড়ের আতঙ্কে তটস্থ উত্তরপ্রদেশের বহরাইচ জেলা। বহরাইচের একাধিক গ্রামে নেকড়ের হামলায় এক মহিলা সহ ছয় শিশুর মৃত্যু হয়েছে। নেকড়ে হানার জেরে বাড়ি থেকে বের হওয়া দায় হয়ে উঠেছে গ্রামবাসীর। ইতিমধ্যেই চারটি নেকড়েকে খাঁচাবন্দি করেছে বনদফতর। এখনও আতঙ্ক অব্যাহত। বনদফতর সূত্রে খবর, ছয়টি নেকড়ের একটি দল ঢুকে পড়েছিল গ্রামে। তার মধ্যে চারতটি ধরা পড়লেও দুটি খোলা ঘুরছে। বাকি দুই মানুষখেকোকে খাঁচাবন্দি করতে বিভিন্ন চেষ্টা চালাচ্ছে বনবিভাগ। জাল বিছিয়ে, আকাশে ড্রোন উড়িয়েও কোন লাভ হয়নি। এবার সিকান্দারপুর গ্রামের নেকড়েদের ঘাঁটির কাছে লাগানো হল স্ন্যাপ ক্যামেরা। তাদের গতিবিধির উপর নজর রাখতেই বনদফতরের তরফে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বাড়ছে আতঙ্ক, নেকড়েদের ঘাঁটির কাছে লাগানো হল স্ন্যাপ ক্যামেরা... 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)