Bahraich Wolf Attack: অব্যাহত আতঙ্ক! বাহরাইচে ফের নেকড়ে হানা, হাসপাতালে ১১ বছরের কিশোরী

এখনও পর্যন্ত নেকড়ের হামলার জেরে ৯ জনের মৃত্যু হয়েছে। হত কমপক্ষে ৪০ জন। কবে এই আতঙ্ক থেকে মুক্তি মিলবে? সেই আশায় বুক বাঁধছেন বাহরাইচের মানুষ।

বাহরাইচে ফের নেকড়ে হানা (ছবিঃANI)

নয়াদিল্লিঃ উত্তরপ্রদেশের(Uttar Pradesh) বাহরাইচে(Bahraich) ফের নেকড়ে(Wolves) হানা। এ বার নেকড়ের আক্রমণের শিকার ১১ বছরের কিশোরী। গুরুতর জখম অবস্থায় স্থানীয় সরকারি হাসপাতালে(Hospital) ভর্তি সে। এই ঘটনায় আতঙ্কের ছায়া মাহাসি গ্রামে। মঙ্গলবার পঞ্চম নেকড়েটিকে খাঁচা বন্দি করতে সক্ষম হয় উত্তরপ্রদেশ বন দফতর। তাতে খানিকটা স্বস্তি ফিরেছিল বাহরাইচবাসীদের মধ্যে, তবে মঙ্গল রাতেই ফের নেকড়ের হানায় ঘুম উড়েছে তাঁদের। ষষ্ঠ নেকড়েটিকে উদ্ধার করতে তৎপর বন দফতর। রাস্তায়-রাস্তায় লাগানো হয়েছে ক্যামেরা। ড্রোনের সাহায্যে নেকড়ের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। এলাকায়-এলাকায় চলছে মাইকিং। প্রসঙ্গত, এখনও পর্যন্ত নেকড়ের হামলার জেরে ৯ জনের মৃত্যু হয়েছে। হত কমপক্ষে ৪০ জন। কবে এই আতঙ্ক থেকে মুক্তি মিলবে? সেই আশায় বুক বাঁধছেন বাহরাইচের মানুষ।

Uttar Pradesh: Wolf attacks 11-year-old girl in Bahraich, admitted to hospital

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now