Wolf attack in UP Village: রাতের অন্ধকারে শিশুকন্যার ওপর হামলা, নেকড়ে হামলা আতঙ্কে আতঙ্কিত গ্রামবাসীরা
উত্তর প্রদেশের একাধিক গ্রামে রাতের অন্ধকারে হামলা চালাচ্ছে নেকড়ে। জানা যাচ্ছে, দিনকয়েক আগে ট্যাবরা গ্রামে হামলা চালিয়ে ছয়মাসের এক বাচ্চা মেয়েকে মেরে ফেলে ওই নেকড়ে।
উত্তর প্রদেশের একাধিক গ্রামে রাতের অন্ধকারে হামলা চালাচ্ছে নেকড়ে। জানা যাচ্ছে, দিনকয়েক আগে ট্যাবরা গ্রামে (Tepra Village) হামলা চালিয়ে ছয়মাসের এক বাচ্চা মেয়েকে মেরে ফেলে ওই নেকড়ে। এরপর গত রবিবার রাতে বাহরিচ (Bahraich) গ্রামে ফের হামলা চালায় ওই নেকড়ে। এবারে শিকার করে বছর তিনেকের এক শিশুকন্যার ওপর। এছাড়া লাগাতার এই হামলায় জখম হয়েছে বেশ কয়েকজন গ্রামবাসী। গতকালের হামলায় ৩ মহিলা গুরুতর আহত হয়েছেন বলে খবর। তাঁদের ইতিমধ্যেই স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। অন্যদিকে বাহরিচের জেলা আধিকারিক জানিয়েছেন, আমরা নেকড়ে ধরার জন্য প্রক্রিয়া শুরু করেছি। খুব শীঘ্রই সে ধরা পড়বে। গ্রামবাসীদের আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি।