Wolf Attack: উত্তরপ্রদেশে অব্যাহত নেকড়ে আতঙ্ক, সচেতনতা বাড়াতে এলাকায় এলাকায় মাইকিং, দেখুন ভিডিয়ো
ইতিমধ্যেই এই এলাকা থেকে চারটি নেকড়েকে আটক করেছে বন দফতর। এ বার এলাকাবাসীকে সচেতন করতে এলাকায় এলাকায় মাইকিং করল বন দফতেরর একটি বিশেষ দল।
নয়াদিল্লিঃ উত্তরপ্রদেশের(Uttar Pradesh) বাহরাইচে(Bahraich) নেকড়ে(Wolf) আতঙ্ক। বিগত কিছুদিন ধরে এই এলাকায় মাঝেমধ্যেই হানা দিচ্ছে নেকড়ের দল। নেকড়ের থাবায় মৃত্যু পর্যন্ত হয়েছে বেশকিছু জনের। আর এই আবহে রোজ আতঙ্কে দিন কাটছে বাহরাইচ অঞ্চলের বাসিন্দাদের। ভয়ে রাতে বাইরে বের হচ্ছেন না কেউ। ইতিমধ্যেই এই এলাকা থেকে চারটি নেকড়েকে আটক করেছে বন দফতর। এ বার এলাকাবাসীকে সচেতন করতে এলাকায় এলাকায় মাইকিং করল বন দফতেরর একটি বিশেষ দল। সঙ্গে ছিল উত্তরপ্রদেশ পুলিশ। বুধবার সকাল থেকেই এই কর্মসূচি চালানো হয়। নেকড়ের হাত থেকে কীভাবে বাঁচা সম্ভব তার সাধারণ কিছু কৌশলও শেখানো হয় মানুষজনকে।
সচেতনতা বাড়াতে এলাকায় এলাকায় মাইকিং