Winter Session of Parliament: নভেম্বরে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন, ঘোষণা মন্ত্রী কিরেণ রিজিজুর
মন্ত্রী কিরেণ আরও জানান, আগ্রামি ২৬ নভেম্বর সংবিধান দিবসের ৭৫ তম বর্ষপূর্তির অনুষ্ঠানটি সংবিধান সদনের সেন্ট্রাল হলে পালিত হবে।
নভেম্বর থেকেই বসতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন (Winter Session)। মঙ্গলবার সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু জানান, আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন। যা চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। নিজের এক হ্যান্ডেল থেকে মন্ত্রী লেখেন, ভারত সরকারের সুপারিশে মাননীয়া রাষ্ট্রপতি সংসদীয় কার্যের প্রয়োজনীয়তা সাপেক্ষে শীতকালীন অধিবেশন ২০২৪ এর সম্মতি দিয়েছেন। ২৫ নভেম্বর থেকে ২০ ডেসেম্বর পর্যন্ত সংসদের (Parliament) উভয় কক্ষে (রাজ্যসভা, লোকসভা) অধিবেশনএর তলব করেছেন রাষ্ট্রপতি। মন্ত্রী কিরেণ আরও জানান, আগ্রামি ২৬ নভেম্বর সংবিধান দিবসের ৭৫ তম বর্ষপূর্তির অনুষ্ঠানটি সংবিধান সদনের সেন্ট্রাল হলে পালিত হবে।
নভেম্বরে বসতে চলেছে সংসদের শীতকালিন অধিবেশন...