Assam Elephant Attack: অসমে গাড়িতে হামলা বন্য হাতির, মৃত শিশু-সহ কমপক্ষে ৩
চলন্ত গাড়ির উপর আচমকা আক্রমণ করল বন্য হাতির দল। এর জেরে শিশু সহ মৃত্যু হল কমপক্ষে তিনজনের। জখম হয়েছেন আরও দুজন।
গোয়ালপাড়া: চলন্ত গাড়ির (Car) উপর আচমকা আক্রমণ করল বন্য হাতির (Wild Elephants) দল। এর জেরে শিশু (child)-সহ মৃত্যু হল কমপক্ষে তিনজনের। জখম হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে অসমের (Assam) গোয়ালপাড়া (Goalpara) জেলায়।
এপ্রসঙ্গে লখিপুর বন দফতরের আধিকারিক (Forest Range Officer of Lakhipur) ধ্রুব দত্ত জানান, বৃহস্পতিবার গোয়ালপাড়া জেলার লখিপুর বন দফতরের অন্তর্গত লখিপুর-আগিয়া রোডে (Lakhipur-Agia road) বেশ দুটি গাড়ির উপর আচমকা আক্রমণ করে বন্য হাতির একটি দল। এর ফলে এখনও পর্যন্ত শিশু-সহ কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও দুজন। এছাড়া দুটি গাড়িও ভেঙে ফেলেছে হাতিরা। আরও পড়ুন: Karnataka Shocker: সহপাঠিনীকে হেনস্থার জের! ভিডিয়োতে দেখুন প্রধানশিক্ষককে ঝাঁটা ও লাঠি দিয়ে মারধর ছাত্রীদের