WhatsApp Files Legal Complaint: ইউজারের গোপনীয়তা রক্ষার্থে কেন্দ্রের বিরুদ্ধে আদালতে WhatsApp

হোয়াটসঅ্যাপের প্রতিটি মেসেজের চ্যাটের তথ্য রাখতে হবে সংস্থাকে৷ কেন্দ্রকে তা দিতেও হবে৷ আগামী বুধবার থেকে এই নিয়মবিধি চালু হতে চলেছে৷

প্রতীকী ছবি(Photo Credit: Pixabay)

করোনার খাঁড়া, য়াসের দাপট৷ এর মধ্যেই কেন্দ্রের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করল বহুল ব্যবহৃত মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp৷ কেন্দ্র নতুন তথ্য প্রযুক্তি আইন এনেছে৷ তাতে হোয়াটসঅ্যাপের প্রতিটি মেসেজের  চ্যাটের তথ্য রাখতে হবে সংস্থাকে৷ কেন্দ্রকে তা দিতেও হবে৷ আগামী বুধবার থেকে এই নিয়মবিধি চালু হতে চলেছে৷ এদিকে ইউজারের গোপনীয়তা রক্ষা করা WhatsApp-এর ইউএসপি৷   চ্যাটের এন্ড টু এন্ড এনক্রিপশন থাকছে না৷ তাই এদিন দিল্লি আদালতে কেন্দ্রের বিরুদ্ধে মামলা দায়ের করল বহুল ব্যবহৃত এই মেসেজিং অ্যাপ