Water Crisis in Nashik: নাসিকের বোরধাপাদা গ্রামে শুকিয়ে গেল জলের দুটো কুয়ো, জল আনতে হাঁটতে হচ্ছে ২ কিমি রাস্তা (দেখুন ছবি)

মে মাসের শুরুতেই নাসিকের বোরধাপাদা গ্রামের দুটি কূপই শুকিয়ে গেছে। ইতিমধ্যেই সেই এলাকায় শুরু হয়েছে জল সংকট। তাই জলের জন্য দু কিমি হেটে যেতে হচ্ছে সেখানকার আদিবাসি জনজাতির মহিলাদের।

Water Crisis in Nasik Photo Credit: Twitter@ANI

মহারাষ্ট্রের নাসিকের এই ছবি দেশবাসীকে চিন্তায় ফেলে দিতে পারে।  মে মাসের শুরুতেই  নাসিকের বোরধাপাদা গ্রামের দুটি কূপই শুকিয়ে গেছে। ইতিমধ্যেই সেই এলাকায় শুরু হয়েছে জল সংকট। তাই জলের জন্য দু কিমি হেটে যেতে হচ্ছে সেখানকার আদিবাসি জনজাতির মহিলাদের।

বোরধাপাদার একজন আদিবাসী মহিলা  সংবাদ সংস্থা এ এন আইকে বলেছেন-"আমাদের গ্রামে ২টি কূপ আছে কিন্তু সেগুলো শুকিয়ে গেছে তাই আমাদেরকে ২ কিমি দূরে পাহাড়ের নিচ থেকে জল আনতে হচ্ছে। সেখানে যেতে গিয়ে অনেক মহিলা আহত হচ্ছেন। আমরা তাই  প্রশাসনের কাছে দাবি করছি যেন যতটা সম্ভব দ্রুত জলের ব্যবস্থা করা হয়। "

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)