Viral Video Of Elephant: কুঁয়ো থেকে উদ্ধারের পর জেসিবি মাথা স্পর্শ করে 'ধন্যবাদ' জানাল হস্তি শাবক, ভাইরাল ভিডিয়ো মন ছুঁয়ে গেল বহু মানুষের
ছত্তিশগড়ের (Chhattisgarh) রায়গড়ের (Raigarh) চারমার জঙ্গলে কুঁয়োয় পড়ে গেল হস্তি শাবক (Rescued Elephant Calf)। বার বার চেষ্টা করেও যখন হস্তি শাবকটি উপরে উঠতে পারছিল না, সেই সময় যেন দেবদূতের মত সেখানে হাজির হলেন বন দফতরের কর্মীরা। স্থানীয়রা বন দফতরে খবর দিলে, সেখানকার কর্মী এবং আধিকারিকরা চারমার জঙ্গলে হাজির হয়ে হস্তি সাবকটিকে উদ্ধার করে। জেসিবি দিয়ে মাটি কেটে উদ্ধার করা হয় হাতির ছানাটিকে। জেসিবি (JCB) যখন কুঁয়ো থেকে মাটি থেকে হস্তি সাবকের উপরে ওঠার রাস্তা তৈরি করছে, সেই সময় খুব ধীর গতিতে হাতির শাবকটি উপরে উঠে আসে। সেই সঙ্গে উপরে উঠে হস্তি শাবকটি ধন্যবাদ স্বরূপ জেসিবির মাথা স্পর্শ করে। জেসিবি যে তার প্রাণ রক্ষা করেছে উপরে উঠিয়ে, তা কার্যত স্পষ্ট করে দেয় হাতির ছানাটি। এমনই একটি ভিডিয়ো ভাইরাল (Viral Video) হতেই তা মানুষের মন কেড়ে নেয়।
আরও পড়ুন: হাতির আক্রমণে মৃত্যু
দেখুন সেই ভিডিয়ো যেখানে জেসিবি স্পর্শ করে ধন্যবাদ জানায় হস্তি শাবক...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)