Viral Video: নন্দী মূর্তির কানে কানে ফিসফিস করে প্রার্থনা ডাকোটা জনসনের, মুহুর্তের ভিডিও হল ভাইরাল (দেখুন ভাইরাল ভিডিও)

ডাকোটার সঙ্গে সেখানে দেখা যায় তাঁর সঙ্গী ক্রিস মার্টিনকে। প্রসঙ্গত ২০১৭ সাল থেকে একসঙ্গে রয়েছেন এই দম্পতি। 'কোল্ডপ্লে'র ফ্রন্টম্যান ক্রিস মার্টিন বর্তমানে তাঁর ব্যান্ডের বিক্রি হয়ে যাওয়া মিউজিক অফ দ্য স্ফিয়ারস ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসাবে এদেশে এসেছেন।

Dakota Johnson whispers prayers (Photo Credit: X@TimesNow)

মুম্বইয়ে আইকনিক শ্রী বাবুলনাথ মন্দিরে গিয়ে ভাইরাল হয়ে গেলেন । ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় মন্দিরে ঢুকে ডাকোটা সেখানে রাখা নন্দীর মূর্তির কানে কানে ফিসফিস করে প্রার্থনা করেন, অর্থাৎ তাঁর কাছে তিনি নিজের ইচ্ছে জানান। সাধারণত ওই মন্দিরে পুজো দিতে গিয়ে ভারতীয়রা করে থাকেন, সেই একইভাবে ডাকোটাকেও প্রার্থনা করতে দেখা যায়। সেই মুহুর্তটিই  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ডাকোটার সঙ্গে সেখানে দেখা যায় তাঁর সঙ্গী ক্রিস মার্টিনকে। প্রসঙ্গত ২০১৭ সাল থেকে একসঙ্গে রয়েছেন এই দম্পতি। 'কোল্ডপ্লে'র ফ্রন্টম্যান ক্রিস মার্টিন বর্তমানে তাঁর ব্যান্ডের বিক্রি হয়ে যাওয়া মিউজিক অফ দ্য স্ফিয়ারস ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসাবে এদেশে এসেছেন। তাঁর এই মিউজিক্যাল সফরে তাঁর সঙ্গী হয়েছেন ডাকোটা জনসন।

মন্দিরে যাওয়ার সময় ডাকোটা একটি প্রিন্টেড সুতির স্যুট পরেছিলেন। আর নিজের মাথায় জড়িয়ে নিয়েছিলেন ওড়না। অন্যদিকে ক্রিসের পরনে ছিল হালকা প্যাস্টেল নীল রঙের কুর্তা, সঙ্গে ছিল রুদ্রাক্ষের মালা। দেখুন সেই ভিডিও-

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now