Melanistic Tiger Video: সিমলিপালের জঙ্গলে দেখা গেল 'মেলানিস্টিক টাইগার', হু হু করে ভাইরাল ভিডিয়ো

Tiger (Photo Credit: X)

সিমলিপাল ব্যাঘ্র সংরক্ষরিত জঙ্গলে (Similipal Tiger Reserve) দেখা গেল মেলানিস্টিক বাঘ (Melanistic Tiger )। অর্থাৎ, প্রায় কালো রঙের বাঘের দেখা মিলল সিমলিপালের জঙ্গলে। মেলানিনের পরিমাণ যে বাঘেদের শরীরে বেশি থাকে, তাদেরই মেলানিস্টিক বলা হয়। বন দফতরের অফিসার সুশন্ত নন্দ সিমলিপালের জঙ্গল থেকে এই মেলানিস্টিক বাঘের ছবি এবং ভিডিয়ো শেয়ার করেন। এবার সেই মেলানিস্টিক বাঘের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল (Viral) হয়ে যায়।

বন দফতরের আধিকারিকের শেয়ার করা বাঘের ভিডিয়ো দেখুন...