VIDEO: বাড়ির ছাদে পাকিস্তানি পতাকা, বাবা-ছেলেকে দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার পুলিশের (দেখুন ভিডিও)
পুলিশ বাড়ির মালিক, বস্ত্র ব্যবসায়ী রইস ও তার ছেলে সলমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেছে। বাড়ির ছাদ থেকে পাকিস্তানি পতাকাও ইতিমধ্যেই সরিয়ে দিয়েছে পুলিশ।
ভারতে থেকেও পাকিস্তানের জয়গান দুই নাগরিকের। মোরাদাবাদে নিজের বাড়ির ছাদে পাকিস্তানি পতাকা উত্তোলনের জন্য দেশদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে একই পরিবারের দুই সদস্যকে। বাবা রইস খান ও ছেলে সলমানকে গ্রেফতার করেছে ভগতপুর থানা।
ভগতপুর থানা এলাকায় একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে একটি বাড়ির ছাদে পাকিস্তানের পতাকা উত্তোলন করতে দেখা যায় এক ব্যক্তিকে। ভিডিওটি ভাইরাল হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় ভগৎপুর থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির ছাদে লাগানো পতাকার ছবি ও ভিডিওগ্রাফি নেয়। এরপর অভিযুক্ত বাবা-ছেলের জুটি রইস খান এবং সলমনকে গ্রেফতার করে আদালতে পেশ করা হয়েছে। পুলিশ বাড়ির মালিক, বস্ত্র ব্যবসায়ী রইস ও তার ছেলে সলমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেছে। বাড়ির ছাদ থেকে পাকিস্তানি পতাকা ইতিমধ্যেই সরিয়ে দিয়েছে পুলিশ।