Shocking Video: সাবধান, রাস্তায় দাঁড়িয়ে জুস খাচ্ছেন না তো? ফলের নামে পেটে যেতে পারে রাসায়নিক

Juice Making (Photo Credit: X/Screengrab)

ঘরের বাইরে বেরিয়ে রাস্তার পাশে তৈরি ফলের রস (Fruit Juice) বা জুস কিনে খাচ্ছেন? সাবধান, যা আপনি ফলের জুস ভেবে খাচ্ছেন, সেখানে কোনও ক্ষতিকারক রাসায়নিক মেশানো হচ্ছে না তো? শুনতে খটমট লাগলেও, এবার এমনই এক ছবি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাস্তি থেকে উঠে আসে। যেখানে ফলের জুসের নাম করে, সেখানে রাসায়নিক মেশানো হচ্ছে। সম্প্রতি ফলের জুসের দোকানের সামনে এমনই এক ভয়াবহ ঘটনা তুলে ধরেন এক ব্যক্তি। যেখানে বেদানার জুসের নাম করে, সেখানে ক্ষতিকারক রাসায়নিক মেশানো হচ্ছে বলে দেখা যায়। বেদানা উপরে ছড়িয়ে. লাল রঙের রাসায়নিক জলে গুলে, তা গ্রাহকের সামনে তুলে ধরেন এক বিক্রেতা। কোনওক্রমে দোকানদারের সেই  কায়দা ধরে পেলেন গ্রাহক। এরপর তিনি ক্যামেরা নিয়ে দোকানের ভিতরে প্রবেশ করেন এবং দেখেন, সেখানে রাসায়নিকের শিশির রাখা হয়েছে। যে রাসায়নিকের শিশির থেকে লাল রঙ বের হচ্ছে। ওই লাল রঙের রাসায়নিক ব্যবহার করেই বেদানার জুস তৈরি করা হচ্ছে বলে দেখা যায়।

আরও পড়ুন: Shocking Video: সাবধান, বাজার থেকে আঁদা, রসুনের পেস্ট কিনে খাচ্ছেন না তো? দেখুন কীভাবে তৈরি হচ্ছে

দেখুন রাস্তায় কীভাবে ফলের জুসের নাম করে রাসায়নিক মেশানো জল খাওয়ানো হচ্ছে মানুষকে...