Video: কর্তৃপক্ষকে জানিয়েও কাজ হয়নি, রাস্তা সাফাই অভিযানে নেমেছেন তথ্যপ্রযুক্তি কর্মী ও কলেজ পড়ুয়ারা
অনেকবার রাস্তা পরিস্কারের অনুরোধ জানিয়েও কোনও সদুত্তর না মেলায় এই পদক্ষেপ করেন তাঁরা, এমনটাই জানা গিয়েছে।
বেঙ্গালুরুঃ আবর্জনায় ভরেছে রাস্তা। যান চলাচলের জন্য ক্রমে বিপজ্জনক হয়ে উঠছে তা। তাই এ বার কর্তৃপক্ষের উপর নির্ভর না করেই রাস্তা পরিস্কার করতে হাত লাগিয়েছেন স্থানীয়রা (Residents)। সাফাই )Clean) অভিযানে নেমেছেন তথ্যপ্রযুক্তি কর্মী (IT Professionals) , কলেজ পড়ুয়ারা (College Students)। কাদুবিসানাহাল্লি এবং ভার্থুরের মাঝের একটি রাস্তায় চলছে এই সাফাই অভিযান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সাফাই অভিযানের একটি ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে, হাতে গ্লাভস ও মুখে মাস্ক পরে রাস্তা পরিস্কার করছেন একদল মানুষ। অনেকবার রাস্তা পরিস্কারের অনুরোধ জানিয়েও কোনও সদুত্তর না মেলায় এই পদক্ষেপ করেন তাঁরা, এমনটাই জানা গিয়েছে।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)