Uttarakhand UCC: দেশের প্রথম রাজ্য হিসেবে অভিন্ন দেওয়ানি বিধি চালু হচ্ছে উত্তরাখণ্ডে

দেশের প্রথম রাজ্য হিসেবে উত্তরাখণ্ডে কার্যকর হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড।

Photo Credits: PTI

দেশের প্রথম রাজ্য হিসেবে উত্তরাখণ্ডে কার্যকর হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দিওয়ালির পরেই তার রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার কথা ঘোষণা করলেন।

অভিন্ন দিওয়ানি বিধি অনুযায়ী ধর্ম বা বর্ণ নির্বিশেষে দেশে বাস করা সব নাগরিকের জন্য একটিই অভিন্ন আইন। যে সিভিল কোডের মাধ্যমে বিবাহ থেকে বিবাহ বিচ্ছেদ, সম্পত্তি ভাগের মত বিষয়ে সকল নাগরিকদের জন্য একটাই নিয়ম থাকবে। উত্তরাখণ্ডের পর গোয়া, উত্তরপ্রদেশ সহ দেশের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

দেখুন ভিডিয়ো