Uttarakhand Flood: বন্যায় নিশ্চিহ্ন উত্তরকাশির ধারালি গ্রাম, ভাঙাচোরা, 'ভূতুড়ে' বাড়ি সব পড়ে, দেখুন ভিডিয়ো
মেঘভাঙা বৃষ্টি (Cloudburst) এবং হঠাৎ বন্যায় তছনছ হয়ে গিয়েছে উত্তরকাশি (Uttarkashi)। উত্তরাখণ্ডের (Uttarakhand) ছোট্ট গ্রামে যেভাবে মেঘ ভাঙা বৃষ্টির জেরে দুকূল ছাপিয়ে তীব্র গতিতে এগিয়ে আসে খীর গঙ্গা নদী (Khir Ganga River), তার জেরেই গোটা এলাকা লণ্ডভণ্ড হয়ে যায়। বাড়িঘর থেকে হোটেল, হোমস্টে কার্যত সব নিশ্চিহ্ন হয়ে যায় এই হাঠাৎ বন্যার (Flash Flood) দাপটে। চলতি সপ্তাহে উত্তরকাশিতে যখন হঠাৎ বন্যা হয়, তার জেরে ৫ জনের মৃত্যুর খবর মেলে। আহতও অনেক। হঠাৎ বন্যা, ধসের পর পরিস্থিতি ক্রমাগত স্বাভাবিক হতে শুরু করলে, ধারালি এবং হরষিলে গ্রাউন্ড জ়িরোয় নেমে যায় বিপর্যয় মোকাবিলাকারী দল। উত্তরাখণ্ড পুলিশ এবং বিপর্যয় মোকাবিলাকারী দল একযোগে তল্লাশি শুরু করে ধারালি গ্রামে। ডগ স্কোয়াড নিয়ে গিয়ে শুরু হয় তল্লাশি। কোথাও কেউ আটকে রয়েছেন কি না বিপর্যয়ের পর, সে বিষয়ে খোঁজ শুরু করে ডগ স্কোয়াড।
দেখুন ধারালি গ্রামে কীভাবে তল্লাাশি শুরু করেছে বিপর্যয় মোকাবিলাকারী দল...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)