Uttar Pradesh: চন্দ্রযান ৩ এর সফল অবতরণের জন্য যাগযজ্ঞ বারাণসীর কামাক্ষ্যা মন্দিরে (দেখুন সেই ভিডিও)

গত শুক্রবার থেকে ধাপে ধাপে কমানো হইয়েছে বিক্রমের গতি। প্রস্তুতি শুরু হয়েছে সফট ল্যান্ডিংয়ের। গোটা দেশের প্রার্থনা যাতে চন্দ্রযান ৩ সফল ভাবে চাঁদের মাটি ছুতে পারে। বিজ্ঞানীদের পাশাপাশি সাধারণ মানুষও তাকিয়ে সেই দিকে।

Chandrayaan-3 Landing Puja Photo Credit: twitter@ANINewsUP

ইসরোর পরিকল্পনা অনুযায়ী ২৩ অগস্ট সন্ধ্যা পৌনে ছ'টা নাগাদ চাঁদের মাটিতে অবতরণ প্রক্রিয়া শুরু করতে পারে চন্দ্রযান ৩। চাঁদে পৌঁছাতে ৪০ দিনের মতো লাগছে ভারতের নতুন এই  মহাকাশযানের।চাঁদের মাটিতে আছাড় খেয়ে পড়েছিল চন্দ্রযান ২।তবে চন্দ্রযান ৩ সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলেছে। গত শুক্রবার থেকে ধাপে ধাপে কমানো হইয়েছে বিক্রমের গতি। প্রস্তুতি শুরু হয়েছে সফট ল্যান্ডিংয়ের। গোটা দেশের প্রার্থনা যাতে চন্দ্রযান ৩  সফল ভাবে চাঁদের মাটি ছুতে পারে। বিজ্ঞানীদের পাশাপাশি সাধারণ মানুষও তাকিয়ে সেই দিকে। এরই মধ্যে  সেই আশায় যাগযজ্ঞ শুরু করল উত্তর প্রদেশের বারাণসীর বাসিন্দারা। বারাণসীর কামাখ্যা মন্দিরে চন্দ্রযান-৩ যাতে সফলভাবে অবতরণ করে সেই কামনায় পুজো ও যাগযজ্ঞ করলেন বাসিন্দারা। দেখুন সেই ছবি-