Wife Delivers Baby After Wedding Ceremony: বিয়ের পরদিনই সন্তানের জন্ম দিলেন স্ত্রী, সন্তান-সমেত মাকে বাবার বাড়িতে পাঠালেন যুবক
বিয়ের পরদিন সন্তানের জন্ম দিলেন স্ত্রী। শুনতে অবাক লাগলেও উত্তরপ্রদেশের (Uttar Pradesh) প্রয়াগরাজে (Prayagraj) এমনই একটি ঘটনার জেরে ছড়াল চাঞ্চল্য। যেখানে বিয়ের পরদিনই সন্তানের জন্ম দিতে দেখা যায় এক সদ্য বিবাহিত তরুণীকে। যা দেখে অবাক বর সঙ্গে সঙ্গে বাড়িতে পাঠিয়ে দেন স্ত্রীকে। রিপোর্টে প্রকাশ, গত ২৪ ফেব্রুয়ারি প্রয়াগরাজে ধুমধাম করে বিয়ের আসর বসে এক দম্পতির। বিয়ের পরদিন স্ত্রী দাবি করেন, তাঁর পেটে প্রচণ্ড ব্যাথা হচ্ছে। সঙ্গে সঙ্গে ওই তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যেতেই চিকিৎসকরা জানান, ওই তরুণী ৯ মাসের অন্তঃসত্ত্বা। ফলে তাঁর লেবার পেইন হচ্ছে। যা শুনে অবাক হয়ে যান পাত্রের বাড়ির লোকজন। সঙ্গে সঙ্গে তাঁরা ওই তরুণীর বাবা-মাকে খবর দেন। এরপরই ওই তরুণী সসন্তানের জন্ম দেন। ২৬ ফেব্রুয়ারি ওই তরুণী এবং তাঁর সন্তানকে তাঁর বাড়িতে পাঠিয়ে দেন যুবকের বাড়ির লোকজন। সেই থেকে এখনও পর্যন্ত কনে পক্ষ বা পাত্র পক্ষের বাড়ির কারও তরফেই পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।
দেখুন প্রয়াগরাজে বিয়ের পরদিনই সন্তানের জন্ম দিলেন তরুণী...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)