Man Who Sexually Harassed Woman, Arrested: অতর্কিতে মহিলার স্তন চেপে ধরে চূড়ান্ত অসভ্যতামি, এনকাউন্টারে পায়ে গুলি করে যুবককে ধরল পুলিশ, দেখুন ভিডিয়ো

Molestation Caught In Camera (Photo Credit: X/Screengrab)

মহিলার (Woman Molestation) সঙ্গে অসভ্যতামির ফল। মহিলার সঙ্গে চূড়ান্ত অসভ্যতামি করে পুলিশের এনকাউন্টারের মুখে পড়ল এক যুবক। ঘটনাস্থল উত্তরপ্রদেশের (Uttar Pradesh)  মোরাদাবাদ। যেখানে বোরখা পরা এক মহিলাকে পিছন থেকে এসে জাপটে ধরে এক যুবক। এরপর ওই মহিলার স্তন চেপে তাঁকে যাচ্ছেতাইভাবে হেনস্থা করা হয়। ওই মহিলার সঙ্গে প্রকাশ্যে রাস্তার উপর যে অসভ্যতামি করা হয়, সেই ভিডিয়ো (Woman Molestation Video) প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়ে যায় হইচই। ভিডিয়ো নিয়ে হইচই শুরু হতেই, পুলিশ অপরাধীর খোঁজ শুরু করে। এরপরই এনকাউন্টার করে পাকড়াও করা হয় হেনস্থাকারী যুবককে। মোরাদাবাদের নাগফানি এলাকা থেকে ওই যুবককে পাকড়াও করে পুলিশ। পায়ে গুলি করে তাকে ধরা হয়। আদিল নামের ওই যুবককে পাকড়াও করার পর, তার কাছ থেকে নম্বরপ্লেটহীন মোটরবাইক, গুলি, কার্তুজ উদ্ধার করে পুলিশ। পায়ে গুলি লাগা অবস্থা আদিল নামের ওই যুবককে ভর্তি করা হয় হাসপাতালে। আপাতত সেখানেই তার চিকিৎসা চলছে। মহিলাদের সঙ্গে অসভ্যতামি করলে, তার কোনও ক্ষমা নেই। তা ফের বুঝিয়ে দিল পুলিশ।

আরও পড়ুন: Horrific Video: প্রকাশ্য রাস্তায় বোরখা পরা মহিলাকে জড়িয়ে ধরে, বুক চেপে ধরল যুবক, চরম অসভ্যতামির ভিডিয়ো ভাইরাল

দেখুন এনকাউন্টারে পাকড়াও করা হয় আদিল নামে ওই হেনস্থাকারীকে...

 

দেখুন মোরাদাবাদে রাস্তার উপর কীভাবে হেনস্থা করা হয় ওই মহিলাকে...

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement