Water Drones: যোগী রাজ্যে এবার আগুন নেভাবে জল ড্রোন, দেখুন ছবিতে

যোগী আদিত্যনাথের রাজ্যে দমকলে আসতে চলেছে আধুনিক প্রযুক্তি। উত্তরপ্রদেশে আগুন নেভাতে ব্যবহার হতে চলেছে বিশেষ ধরনের ড্রোন।

Drone (Photo Credits: Pixabay)

যোগী আদিত্যনাথের রাজ্যে দমকলে আসতে চলেছে আধুনিক প্রযুক্তি। উত্তরপ্রদেশে আগুন নেভাতে ব্যবহার হতে চলেছে বিশেষ ধরনের ড্রোন। যেখানে দমকল কর্মীদের পৌঁছনে সম্ভব নয়, বা আরও জলের দরকার সেখান আকাশে ড্রোন উড়িয়ে আগুন নেভাবে হবে। ড্রোনগুলি জলে ভরা থাকবে। এবার ড্রোনগুলির কোণগুলি স্প্রিংলারের মত ব্যবহার করে জল দিয়ে নেভানো হবে আগুন। বিদেশের বিভিন্ন দেশে এমন প্রযুক্তি ব্যবহার করে বড় আগুন নেভানো হচ্ছে।

দেখুন ছবিতে