Uttar Pradesh: উত্তরপ্রদেশের বহরাইচে আবারও নেকড়ের কামড়ে আহত ১০ বছরের শিশু, আতঙ্কে গ্রামবাসীরা

দুই অধরা নেকড়ে নিয়ে ওই জেলায় হুলস্থুল চলছে গত ৭ দিন ধরে, আতঙ্কে গ্রামবাসীদের ঘুম উড়ে গিয়েছে। তারই মাঝে গত ৫ সেপ্টেম্বর দশ বছরের এক বালককে আক্রমণ করল এক নেকড়ে। গ্রামবাসীরা দেখতে পেয়ে তাঁকে হাসপাতালে নিয়ে আসে।

উত্তরপ্রদেশের বহরাইচে আবারো নেকড়ের আতঙ্কে গ্রামবাসী। দুই অধরা নেকড়ে নিয়ে  ওই জেলায় হুলস্থুল চলছে গত ৭ দিন ধরে, আতঙ্কে গ্রামবাসীদের ঘুম উড়ে গিয়েছে। তারই মাঝে গত ৫ সেপ্টেম্বর দশ বছরের এক বালককে আক্রমণ করল এক নেকড়ে। গ্রামবাসীরা দেখতে পেয়ে তাঁকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের চিকিৎসক ডাঃ শিবম মিশ্র বলেন, "একটি ১০ ​​বছরের শিশু এখানে চিকিৎসার জন্য এসেছে...তার মুখে একটি পশুর কামড়ের চিহ্ন রয়েছে...তাকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তার অবস্থা এখন স্থিতিশীল"।

দেখুন সেই ছবি-