Delhi: প্রবল বৃষ্টিতে জলমগ্ন দিল্লি, পা পিছলে যাওয়ায় লোহার গেট ধরতেই বিপদ, বিদ্যুতপিষ্ট হয়ে মৃত্যু যুবকের

দিনকয়েক ধরে প্রবল বৃষ্টিতে জলমগ্ন দিল্লির একাংশ। এখনও কমেনি বৃষ্টি। আর এই সময়ই বিদ্যুতপিষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের।

Representational Image (Photo Credits: PTI)

জানা যাচ্ছে সেন্ট্রাল দিল্লির প্যাটেল নগরে একটি হোস্টেলে থাকতেন বছর ২৬-এর নীলেশ রাই। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই যুবক সেই সময় কোথাও যাচ্ছিলেন, তখন আচমকা পা পিছলে যায়। সাপোর্টের জন্য একটি আবসনের গেট ধরতেই বিদ্যুতপিষ্ট হয়। বেশকিছুক্ষণ ওই গ্রিল ধরে কাঁপতে থাকে সে। আশেপাশের কয়েকজন মৃগি রোগে আক্রান্ত হয়েছে ভেবে তাঁকে বাঁচাতে গিয়ে দেখে যুবকের শরীরে বিদ্যুত বইছে। এরপর অনেক চেষ্টা করেও তাঁকে উদ্ধার করা যায়নি। পরে পুলিশ এসে দেহটি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। পরিবারসূত্রে খবর, উত্তর প্রদেশের বাসিন্দা নীলেশ বছর দুয়েক হল দিল্লিতে ইউপিএসসির (UPSC) প্রস্তুতির জন্য এসেছিলেন। কিন্তু আকষ্মিক এই ঘটনায় শোকস্তব্ধ পরিবারের সদস্যরা।