UP Aligarh Police Station: যোগী রাজ্যে থানায় পাসপোর্ট যাচাইয়ের কাজে এসে পুলিশের পিস্তলে গুলিবিদ্ধ মহিলা

যোগী রাজ্যে চাঞ্চল্যকর ঘটনা। উত্তরপ্রদেশের আলিগড়ের এক থানায় পাসপোর্ট যাচাইকরণের কাজে গিয়ে গুলিবিদ্ধ হলেন মহিলা।

যোগী রাজ্যে চাঞ্চল্যকর ঘটনা। উত্তরপ্রদেশের আলিগড়ের এক থানায় পাসপোর্ট যাচাইকরণের (Passport Verification) কাজে গিয়ে গুলিবিদ্ধ হলেন মহিলা। ভুল করে পুলিশের বন্দুক থেকে বের হওয়া গুলি সোজা গিয়ে লাগেমহিলার মাথায়। গুরুতর জখম অবস্থায় তিনি হাসপাতাল ভর্তি। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

থানার ভিতর থাকা সিসিটিভি ক্যমেরায় ওঠা ভিডিয়োতে দেখা যায়, এক মহিলা পুলিশ স্টেশনে ঢুকলেন। তারপর তিনি বেশ কিছুক্ষণ থানার ভিতর দাঁড়িয়ে। কিছুক্ষণ পর দেখা যায় একজন পুলিশ কর্মী এসে এক সাব ইন্সপেক্টরকে একটি পিস্তল দিলেন। আরও পড়ুন-UPI পেমেন্টের ঊর্ধ্বসীমা এক লাফে বাড়ানো হল অনেকটা, কিন্তু শুধু যে ২টি ক্ষেত্রে

তারপর পিস্তলটা ঠিক মত কাজ করছে কি না দেখতে ট্রিগার টেপেন সেই সাব ইন্সপেক্টর। আচমকা সেটা থেকে গুলি বের হয় সোজা গিয়ে লাগে পাশপোর্ট যাচাইকরণের কাজে আসা মহিলার মাথায়। গুলি লাগার পরই সেই মহিলা থানার মেঝেতে লুটিয়ে পড়েন।

দেখুন খবরটি

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)