Bihar: বিহারে চরম অরাজকতা, দুই পৃথক ঘটনায় দুই কেন্দ্রীয় মন্ত্রীর আত্মীয়দের গুলি
আর ক'মাস পরেই বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে বিজেপির সমর্থনে চলা নীতীশ কুমারের রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছু জায়গায় বড় প্রশ্নের মুখে পড়ছে।
আর ক'মাস পরেই বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে বিজেপির সমর্থনে চলা নীতীশ কুমারের রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছু জায়গায় বড় প্রশ্নের মুখে পড়ছে। গত সপ্তাহেই এক পুলিশ কর্মী খুন হন, তারপর রাজ্য রাজনীতির দাপুটে দুই সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীর আত্মীয়রা দুষ্কৃতীদের গুলির শিকার হলেন। কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাইয়ের ভাইপো মন্ত্রী রাজভূষণ নিষাদের ভাইপোকে ভাগলপুরের এক গ্রামে গুলি করে মেরে পালাল দুষ্কৃতীরা। পানীয় জল নিয়ে বচসার জেরে কেন্দ্রীয় মন্ত্রীর ভাইপোকে গুলি করে মেরে ফেলা হল। এই ঘটনায় কাঠগড়ায় নিত্যানন্দ রাইয়ের অপর ভাইপো।
এদিকে, ভাগলপুরের কাণ্ডের দিনই বেগুসরাইয়ে অপর এক কেন্দ্রীয় মন্ত্রী রাজভূষণ চৌধুরী নিষাদের কাকা-কে বিহারের বেগুসরাইয়ে গুলি করে হত্যা করার চেষ্টা কর। দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম অবস্থায় কেন্দ্রীয় মন্ত্রীর কাকা মালিক সাহনি মৃত্য়ুর সঙ্গে লড়াই করছেন।
বিহারে গুলি করে হত্যার চেষ্টা কেন্দ্রীয় মন্ত্রীর আত্মীয়কে
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)