Viral Video: খালি গায়ে লখনউ এর রাস্তায় হেলমেট ছাড়া বাইক চালালেন সলমন খানের মত দেখতে দুই যুবক, ব্যবস্থার নির্দেশ পুলিশের (দেখুন ভিডিও)

১৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় একইরকম দেখতে দুই যুবক খালি গায়ে হেলমেট ছাড়া রাস্তায় বাইক চালাচ্ছেন। নাদিম খা নামে এক ব্যাক্তি টুইটারে এই ভিডিও শেয়ার করেন এবং লেখেন উত্তরপ্রদেশের আবার দুই ভন্ড সলমন খানের যমজ দেখা গেছে।

Fake Salman Khan Drive Bike Photo Credit: Twitter@Nadeemkhan3019

লখনউ এর রাস্তায় বাইক চালালেন সলমন খানের মত দেখতে দুই যুবক। ১৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় একইরকম দেখতে দুই যুবক খালি গায়ে হেলমেট ছাড়া রাস্তায় বাইক চালাচ্ছেন। নাদিম খা নামে এক ব্যাক্তি টুইটারে এই ভিডিও শেয়ার করেন এবং লেখেন উত্তরপ্রদেশের আবার দুই ভন্ড সলমন খানের যমজ দেখা গেছে। যারা বিপদজনক স্টাইল  দেখাচ্ছে এরপর লখনউ পুলিশ তাদের স্টাইল দেখাবে।

ভিডিও শেয়ার করে তিনি মুখ্যমন্ত্রী, ডিজি, লখনউ পুলিশ সহ সবাইকে ব্যাপারটি নিয়ে তদন্ত করার অনুরোধ করেন।

#लखनऊ के नक़ली सलमान ख़ान की एक्टिंग का भूत उतरने के बाद दो और नये नक़ली सलमान ख़ान की हुई लखनऊ की सड़को पर एंट्री मोटरसाइकल पर दिखाते अपना स्टाइल अब लखनऊ पुलिस दिखाई गी अपना स्टाइल @myogiadityanath @dgpup @Uppolice @lkopolice @LkoCp pic.twitter.com/zPENBjctrb

নাদিমের অনুরোধে সাড়া দিয়ে লখনউ পুলিশ জানায় যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে  নির্দেশ দেওয়া হয়েছে।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)