হ্যার্ট অ্যাটাকের-এর জেরে মৃত তিরুপতি দেবাশ্রমের শীর্ষ আধিকারিককের ছেলে

তিনদিন আগে তিরুমালা তিরুপতি দেবাশ্রমের চিপ এগজিকিউডিভ ধর্মা রেড্ডির ২৮ বছরের ছেলের ক্যার্ডিয়াক আরেস্টের কারণে আচমকা অসুস্থ হয়ে পড়েন

প্রতীকী ছবি

তিরুপতি: হার্টঅ্যাটাকের (cardiac arrest) জেরে মৃত্যু হল অন্ধ্রপ্রদশের তিরুমালা তিরুপতি দেবাশ্রমের (Tirumala Tirupati Devasthanam) এগজিগিকিউটিভ অফিসারের (Executive Officer) ছেলে। বিষয়টি প্রকাশ্যে আসার পর শোকের চায়া নেমে এসেছে ভক্তদের মধ্যে।

সূত্রের খবর, তিনদিন আগে তিরুমালা তিরুপতি দেবাশ্রমের (Tirumala Tirupati Devasthanam) চিপ এগজিকিউডিভ ধর্মা রেড্ডির ২৮ বছরের ছেলের ক্যার্ডিয়াক আরেস্টের কারণে আচমকা অসুস্থ হয়ে পড়েন এর ফলে সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করে হয়। মঙ্গলবার চিকিৎসকরা সমস্ত চেষ্টা করেও মৃত্যু হল তাঁর।

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now