Best Breads in the World: ভারতীয় খাদ্যের জয়জয়কার, বিশ্বের সেরা ১০ রুটির তালিকায় তিনটি স্থানই দখলে

ভারতীয় রন্ধনপ্রণালীর জন্য এ এক দারুণ গর্বের মুহূর্ত। তিনটি অত্যন্ত জনপ্রিয় ভারতীয় রুটি টেস্ট অ্যাটলাসের ২০২৪-২৫ সালের '১০টি সেরা রুটি'র তালিকায় স্থান দখল করেছে।

Butter Garlic Naan (Photo Credits: X)

ভাত ছাড়া বাঙালিদের পাত অসম্পূর্ণ থাকলেও পশ্চিমবঙ্গের বাইরে ভাতের চল বেশ কম। আর দেশের বাইরে গেলে তো ভাতের চল একেবারেই নেই বললেই চলে। রুটি, পরোটায় পেট ভরে সকলের। সদ্য দেশ বিদেশের 'সেরা ১০টি রুটি'র তালিকা প্রকাশ করেছে টেস্ট অ্যাটলাস। সেই তালিকায় স্থান পেয়েছে ভারতের অত্যন্ত জনপ্রিয় তিন ধরণের রুটি। ভারতীয় রন্ধনপ্রণালীর জন্য এ এক দারুণ গর্বের মুহূর্ত। তিনটি অত্যন্ত জনপ্রিয় ভারতীয় রুটি, অমৃতসরী কুলচা, বাটার গার্লিক নান এবং নান টেস্ট অ্যাটলাসের ২০২৪-২৫ সালের '১০টি সেরা রুটি'র তালিকায় স্থান দখল করেছে। বিশ্বের সেরা দোষ রুটির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাটার গার্লিক নান (Butter Garlic Naan)। রসুন এবং মাখনের স্বাদে ভরা এই নরম নানের প্রশংসা করেন সারা বিশ্বের খাদ্যপ্রেমীরা। তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে অমৃতসারি কুলচা (Amritsari Kulcha)। এটি একটি ক্লাসিক পাঞ্জাবি ঘরানার রুটি। এই কুলচা সুস্বাদু পুরের জন্য ভোজনরসিকদের মধ্যে সুপরিচিত। তালিকার সপ্তম স্থানে রয়েছে নান।

দেখুন বিশ্বের সেরা ১০ রুটির তালিকাঃ

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now