Delhi Toddler Dies in Open Sewer: রাখির সকালে দিল্লিতে খোলা ড্রেনে পড়ে মৃত্যু আড়াই বছরের শিশুর, গাফলতির নির্লজ্জ নজির
দেশের রাজধানীর বুকে রাখিবন্ধনের সকালে মর্মান্তিক দুর্ঘটনা। এদিন ভারী বৃষ্টিপাতের মাঝে সকাল সাড়ে দশটা নাগাদ দিল্লির খেরা খুর্দ অঞ্চলে খোলা ড্রেনে পড়ে যায় মাত্র আড়াই বছরের এক শিশু। দিল্লি পুলিশ ও দমকলের কর্মীরা শিশুটিকে ম্যানহোল থেকে বের করার চেষ্টা করে।
Delhi Toddler Dies in Open Sewer: দেশের রাজধানীর বুকে রাখিবন্ধনের সকালে মর্মান্তিক দুর্ঘটনা। এদিন ভারী বৃষ্টিপাতের মাঝে সকাল সাড়ে দশটা নাগাদ দিল্লির খেরা খুর্দ অঞ্চলে (Khera Khurd) খোলা ড্রেন (Open Sewer) পড়ে যায় মাত্র আড়াই বছরের এক শিশু। দিল্লি পুলিশ ও দমকলের কর্মীরা শিশুটিকে খোলা নর্দমা থেকে বের করার চেষ্টা করে। স্থানীয়দের ও উদ্ধারকারী দলের অনেক চেষ্টার পর শিশুটিকে উদ্ধার করা হয়। কিন্তু এরপর শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে,চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সঠিক মৃত্যুর কারণ জানার জন্য দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। "ওপেন সিওয়ের"হল এমন একধরনের নর্দমা ব্যবস্থা যেখানে নর্দমার জল বা বর্জ্য পদার্থ কোনো ঢাকনা বা আচ্ছাদন ছাড়া উন্মুক্তভাবে বয়ে যায়। এই ধরনের নর্দমা সাধারণত অস্বাস্থ্যকর এবং রোগ বিস্তারের কারণ হয়।
ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ১০৬(১) ধারা (অবহেলায় মৃত্যুর কারণ ঘটানো) অনুযায়ী মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনায় প্রশাসনিক গাফলতি নিয়ে সরব হয়েছেন স্থানীয়রা। শিশুটির মর্মান্তিক মৃত্য়ু নিয়ে সমাচোলনার ঝড় বয়ে যাচ্ছে।
দেখুন ভিডিও
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)