JP Nadda On Budget 2022-23 : আজকের বাজেট দেশের আগামী ২৫ বছরের উন্নয়নের ব্লুপ্রিন্ট, জেপি নাড্ডা

পরিকাঠামোগত উন্নয়নের জন্য এই বাজেট (Budget 2022-23)। গরিব কল্যাণের কথা মাথায় রেখে এই বাজেট তৈরি হয়েছে। শ্রমিক উন্নয়ন থেকে শুরু করে গ্রামীণ ভারত, পার্বত্য এলাকার উন্নয়নের কথা চিন্তা করে এই বাজেট ঘোষণা হয়েছে।

JP Nadda (Photo Credits: IANS)

পরিকাঠামোগত উন্নয়নের জন্য এই বাজেট (Budget 2022-23)। গরিব কল্যাণের কথা মাথায় রেখে এই বাজেট তৈরি হয়েছে। শ্রমিক উন্নয়ন থেকে শুরু করে গ্রামীণ ভারত, পার্বত্য এলাকার উন্নয়নের কথা চিন্তা করে এই বাজেট ঘোষণা হয়েছে। উত্তরপূর্ব ভারতও সেই উন্নয়নের তালিকায় পড়ছে, সামাজিক সুবিচার ও সমানাধিকার মান্যতা দিতে কেন্দ্রের এই বাজেট। দেশের আগামী ২৫ বছরের উন্নয়নের ব্লুপ্রিন্ট হল আজকের বাজেট। বিরোধীদের বাজেট নিয়ে ক্ষোভ প্রকাশের মাঝে একথা বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(BJP chief JP Nadda)।

জেপি নাড্ডার বক্তব্য