Maharashtra: এখনই নয়, দিওয়ালির আগেই মহারাষ্ট্রে খুলছে সিনেমা হল, অডিটোরিয়াম
মহারাষ্ট্রে অনেকটাই কমেছে করোনার দাপট। পজেটিভিটি রেট নিয়ন্ত্রণেই। তা বলে প্রথম ঢেউয়ের মত তাড়াহুড়ো নয়, বরং আরও কিছুটা অপেক্ষা করে আরও মাসখানেক বাদে মহারাষ্ট্রে কোভিড সুরক্ষা বিধি মেনে আগামী ২২ অক্টোবরের পর থেকে খুলবে সিনেমা হল। সঙ্গে অডিরোটিয়ামও সেই সময় খোলা হবে। মহারাষ্ট্রের মুখমন্ত্রী উদ্ভব ঠাকরে এই ঘোষণা করলেন।
মহারাষ্ট্রে (Maharashtra) অনেকটাই কমেছে করোনার (Covid19) দাপট। পজেটিভিটি রেট নিয়ন্ত্রণেই। তা বলে প্রথম ঢেউয়ের মত তাড়াহুড়ো নয়, বরং আরও কিছুটা অপেক্ষা করে আরও মাসখানেক বাদে মহারাষ্ট্রে কোভিড সুরক্ষা বিধি মেনে আগামী ২২ অক্টোবর থেকে খুলবে সিনেমা হল। সঙ্গে অডিরোটিয়ামও (Auditorium) সেই সময় খোলা হবে। মহারাষ্ট্রের মুখমন্ত্রী উদ্ভব ঠাকরে (CM Uddhav Thackeray) এই ঘোষণা করলেন। ফলে দিওয়ালিতে (Diwali) বড় সিনেমা হলে রিলিজ হওয়া নিয়ে কোনও চিন্তা থাকল না। মহারাষ্ট্রে অত্যন্ত দ্রুত গতিতে চলছে কোভিড টিকাদানের কাজ। তবু তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কায় আছে মারাঠা ভূম। আরও পড়ুন: ২৮ সেপ্টেম্বর কংগ্রেসে যোগ দিচ্ছেন কানহাইয়া কুমার ও জিগনেশ মেওয়ানি
দেখুন টুইট