Delhi: হাইকোর্টের বিচারপতি পরিচয়ে প্রতারণার চেষ্টা, শেষে শ্রীঘরে

দিল্লিতে অভিনব প্রতারণার চেষ্টা। শেষ অবধি অবশ্য প্রতারণার ছক ভেস্তে গেল। সময়পুর বদলি থানায় আচমকা ঢুকে দিল্লি হাইকোর্টের বিচারক পরিচয় দেন এক ব্যক্তি।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

দিল্লিতে অভিনব প্রতারণার চেষ্টা। শেষ অবধি অবশ্য প্রতারণার ছক ভেস্তে গেল। সময়পুর বদলি থানায় আচমকা ঢুকে দিল্লি হাইকোর্টের বিচারক পরিচয় দেন এক ব্যক্তি। সেই পুলিশ স্টেশনে ঢুকে সেই ব্যক্তি বলেন, তিনি থানা পরিদর্শনে এসেছে দিল্লি হাইকোর্টের বিচারক হয়ে।

এরপর থানার কাজে খুশি না হওয়ার কথা, নরেন্দ্র কুমার আগরওয়াল থানার পুলিশ কর্মীদের থেকে টাকা তোলার চেষ্টা করেন। টাকা না দিলে খারাপ রিপোর্ট দিয়ে সবাইকে চারকি থেকে বরখাস্ত করবেন বলে হুমকিও দেন। এই বিষয়ে এক পুলিশ কর্মীর সন্দেহ হলে, দু একটা ফোনের পরেই বুঝতে পারেন মিথ্যা পরিচয়ে টাকা তোলার চেষ্টা করছেন নরেন্দ্র। এরপরেই তাকে গ্রেফতার করা হয়।

দেখুন টুইট