NIA take action against ISIS terror conspiracy case: আইসিসের সঙ্গে জড়িত থাকার অপরাধে দুই ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট পেশ করল এনআইএ
আইসিসে যোগ দিয়ে দেশে বড়সড় হামলার ছক কষেছিল দুই ব্যক্তি। অবশেষে গত ফেব্রুয়ারি মাসে তাঁরা গ্রেফতার হয়।
আইসিসে যোগ দিয়ে দেশে বড়সড় হামলার ছক কষেছিল দুই ব্যক্তি। অবশেষে গত ফেব্রুয়ারি মাসে তাঁরা এনআইএ (National Investigation Agency)র হাতে গ্রেফতার হয়। এই মামলার তদন্তে নেমে জানতে পারে, দেশের একাধিক যুবককে এই জঙ্গিগোষ্ঠীতে রিক্রুট করিয়ে মহারাষ্ট্রে হামলা চালানোর পরিকল্পনা করেছিল। কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়িত করার আগেই এনআইএ-র হাতে ধরা পড়ে যায় মহম্মদ জোহেব খান এবং মহম্মদ শোয়েব থান। শুক্রবার এই মামলার চার্জশিট পেশ করল এনআইএ। মূলত, ছত্রপতি সম্ভাজিনগরে এই দুই যুবক ঘাঁটি করেছিল। এখান থেকেই ভারত-বিরোধী এজেন্ডা চালাতো এবং নতুন যুবকদের জঙ্গি দলে যোগ দেওয়ার কাজ করানো হত বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।