Amethi: আমেঠিতে এসবিআই ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রের অপারেটরকে ডাকাতির ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত, উদ্ধার লক্ষাধিক টাকা

দিনকয়েক আগে উত্তরপ্রদেশের আমেঠিতে এসবিআই ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রের অপারেটরকে মাঝরাস্তায় আটকে ৩ লক্ষ টাকা ছিনতাই করে একদল দুষ্কৃতি।

Jail - Representational Image (File Photo)

দিনকয়েক আগে উত্তরপ্রদেশের আমেঠিতে এসবিআই ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রের (SBI Customer Service Center ) অপারেটরকে মাঝরাস্তায় আটকে ৩ লক্ষ টাকা ছিনতাই করে একদল দুষ্কৃতি। এই ঘটনাটি ঘটার পর গত ২৫ জুলাই ৩ ব্যক্তিকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ। তবে মূল অভিযুক্ত এখনও অধরা ছিল। কিন্তু  শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে লখনউ-সুলতানপুর হাইওয়েতে তাঁকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। তাঁর থেকে উদ্ধার হয়েছে ১ লক্ষ ৭০ হাজার টাকা, একটি রক্তাক্ত ছুরি (এই ছুরি দিয়েই অপারেটরকে আহত করা হয়ছিল), একটি মোবাইল ফোন এবং রক্তের দাগ লাগা একটি টাওয়াল। ধৃত অভিযুক্তের নাম অনিল মিশ্র। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।