Ayodhya Ram Temple: জানুয়ারিতে উদ্বোধন হওয়া অযোধ্যায় রাম মন্দিরের কাজ পুরো শেষ ডিসেম্বরে,জানাল ট্রাস্ট

অযোধ্যায় রাম মন্দিরের কাজ পুরোপুরি শেষ হতে চলতি বছর ডিসেম্বর লেগে যাবে। এমনই জানাল শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট।

অযোধ্যায় রাম মন্দিরের (Ayodhya Ram Temple) কাজ পুরোপুরি শেষ হতে চলতি বছর ডিসেম্বর লেগে যাবে। এমনই জানাল শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। এখন রামমন্দির তৈরির কাজে দেড় হাজার কর্মী কাজ করছেন। চলতি বছরের মধ্যেই মন্দিরের সব কাজ শেষ করার লক্ষ্যে আগামী দিনে আরও সাড়ে ৩ হাজার কর্মী নিয়োগ করা হচ্ছে বলে ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে। গত ২২ জানুয়ারি মহাসমারোহে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এরই মধ্যে অযোধ্যায় রামমন্দির দর্শন করেছেন প্রায় ৭৫ লক্ষ মানুষ। দেশের সব প্রান্ত থেকে মানুষ অযোধ্যায় রামমন্দির দেখতে আসাছেন। এই বিষয়টি মাথায় রেখে অযোধ্যায় আন্তর্জাতিক বিমানবন্দর, অত্যাধুনিক রেলস্টেশন তৈরি করা হয়েছে। অযোধ্যা জুড়ে তৈরি করা হয়েছে বহু হোটেলও।

দেখুন খবরটি