Hallmarking Of Gold Bullion: জুলাই থেকে সোনার বাটে হলমার্ক আর বাধ্যতামূলক থাকছে না

আগামী পয়লা জুলাই থেকে সোনার বাটে হলমার্ক থাকা আর বাধ্যতামূলক থাকছে না। হলমার্কিং হল সোনার বিশুদ্ধতার গ্যারান্টি

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

আগামী পয়লা জুলাই থেকে সোনার বাটে হলমার্ক (Hallmarking Of Gold Bullion) থাকা আর বাধ্যতামূলক থাকছে না। হলমার্কিং হল সোনার বিশুদ্ধতার গ্যারান্টি। এই ব্যাপারে বিশেষজ্ঞ, ব্যবসায়ী, বিক্রেতা সংগঠন, ক্রেতা সংগঠনের কথা শুনেছে কেন্দ্র। হলমার্কিংয়ের মাধ্যমে গয়নাগুলিতে সোনার আনুপাতিক সামগ্রীর নির্ভুল নির্ধারণ। সাধারণত, হলমার্কিং এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি স্বীকৃত স্বর্ণ মূল্যায়নকারী সংস্থা দ্বারা সোনার বিশুদ্ধতা নিশ্চিত করা হয়। প্রসঙ্গত, সোনার গয়নায় ৬ অঙ্কের হলমার্ক বাধ্যতামূলক।

২০২১ সালের জুলাইয়ের আগে গয়নায় হলমার্কিং ব্যবস্থা ছিল স্বেচ্ছামূলক। পরে সেটা বাধ্যতামূলক করা হয়।

দেখুন টুইট