Telangana: সাবধান! মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুতের সংস্পর্শে বেঘোরে মৃত্যু কিশোরের

মুঠোফোনে চার্জ দিতে গিয়ে কোনভাবে শর্ট সার্কিট হয়ে বিদ্যুতের সংস্পর্শে চলে আসে এস রাজেশ। এক ঝটকায় সব শেষ।

Death, Representational Image (Photo Credit: File Photo)

মোবাইল ফোনে (Mobile) চার্জ দিতে গিয়ে বিদ্যুতের সংস্পর্শে আরও একটা মৃত্যুর ঘটনা সামনে এল। তেলেঙ্গানার (Telangana) ওয়ারঙ্গল জেলার ঝাল্লি গ্রামে সপ্তম শ্রেণির এক যুবকের মৃত্যু হয়েছে বিদ্যুতের তারের সংস্পর্শে এসে। নিজের ঘরের মধ্যে মুঠোফোনে চার্জ দিতে গিয়ে কোনভাবে শর্ট সার্কিট হয়ে বিদ্যুতের সংস্পর্শে চলে আসে এস রাজেশ। এক ঝটকায় সব শেষ। শব্দ পেয়ে ছুটে আসে পরিবার। ওই অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গিয়েছে কিশোর। ছেলের এমন আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছে না পরিবার। শোকের ছায়া গোটা গ্রামে।

মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতের ঝটকায় মৃত্যু... 

వరంగంలో కరెంట్ షాక్‌తో ఓ 14 ఏళ్ల విద్యార్థి మృతి చెందాడు. మొబైల్ ఛార్జింగ్ పెడుతుండగా షార్ట్ సర్క్యూట్ కావడంతో అక్కడిక్కడే మరణించాడు. కుమారుడు చనిపోవడంతో కుటుంబ సభ్యులు కన్నీరుమున్నీరవుతున్నారు.

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)