Tawang Clash: 'জবাব দো মোদী', তাওয়াংয়ে চিনের আগ্রাসন নিয়ে তোপ কংগ্রেসের

Narendra Modi (Photo Credits: ANI/Twitter)

অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) তাওয়াং সেক্টরে (Tawang) ভারতীয় সেনার সঙ্গে চিনের সংঘর্ষের জেরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তাপ চড়তে শুরু করেছে। ৯ ডিসেম্বর তাওয়াং সংঘর্ষের পর তা কেন সঙ্গে সঙ্গে প্রকাশ করা হল না, তা নিয়ে তোপ দাগতে শুরু করেছে কংগ্রেস। তাওয়াং নিয়ে মোদী সরকার (Narendra Modi) দেশের মানুষের কাছ থেকে সত্যি লুকোচ্ছে বলেও অভিযোগ করা হয় কংগ্রেসের তরফে। পাশাপাশি চিনের সঙ্গে কেন্দ্রীয় সরকারের কী সম্পর্ক, সে বিষয়ে 'জবাব দো মোদী' বলে হ্যাশট্যাগ যোগ করে প্রশ্ন তোলা হয় কংগ্রেসের তরফে। যদিও কংগ্রেসের অভিযোগের পরও এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করা হয়নি মোদী সরকারের তরফে।

আরও পড়ুন: Tawang Clash: তাওয়াং নিয়ে দেশের কাছ থেকে সত্যি লুকোচ্ছে মোদী সরকার, দাবি কংগ্রেসের