Vijay's Tamilaga Vettri Kazhagam: অভিনয় ছেড়ে রাজনীতি, বিজয়ের টিভিকে-র জনসমাগম লজ্জা দেবে যে কোনও বড় রাজনৈতিক দলকে, দেখুন হাজার হাজার মানুষের ভিড়
অভিনয় ছেড়েছেন। অভিনয় ছাড়ার পর আপাতত রাজনীতিই করছেন। নতুন দল গঠন করে তার নাম দিয়েছেন তামিলাগা ভেট্রি কাজাঘাম (Tamilaga Vettri Kazhagam)। বুঝতেই পারছেন দক্ষিণের অন্যতম সুপারস্টার বিজয়ের (Vijay) কথা বলা হচ্ছে। তামিলাগা ভেট্রি কাজাঘাম অর্থাৎ টিভিকে তৈরির পর এবার কনফারেন্সের আয়োজন করেন অভিনেতা রাজনীতিক। টিভেকে-র (TVK) রাজ্য কনফারেন্স শুরু হলে সেখানে জনসমুদ্র বয়ে যায়। যত পর্যন্ত চোখ যায়, শুধু কালো মাথা। হাজার হাজার মানুষ টিভিকে-র কনফারেন্সে হাজির হন। বিজয়ের অপেক্ষায় তাঁরা সময় গুনতে শুরু করেন। টিভিকের ওই কনফারেন্সে যত মানুশ হাজির হয়েছেন, তা লজ্জা দেবে যে কোনও রাজনৈতিক নেতাকে। যে হারে মানুষ টিভিকের কনফারেন্সে হাডির হন, তার এক শতাংশ বা দুই শতাংশ লোক টানতেও যে কোনও রাজনৈতিক দলের যে ঘাম ছুটে যায়, তা স্পষ্ট।
দেখুন কীভাবে হাজার হাজার মানুষ হাজির হন টিভিকের কনফারেন্সে..
তামিলনাড়ুর মাদুরাইতেই শুরু হয় টিভিকের কনফারেন্স। আর সেখানে হাজির হন বিজয়...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)