MK Stalin: জ্বরে আক্রান্ত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন, বিশ্রাম নেওয়ার পরামর্শ চিকিৎসকদের

ভাইরাল জ্বরে আক্রান্ত হয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। শনিবার এই খবর জানানো হয়েছে মাদ্রাজ ইএনটি রিসার্চ ফাউন্ডেশন প্রাইভেট লিমিটেডের তরফে।

Photo Credits: FB

ভাইরাল জ্বরে (Viral flu) আক্রান্ত হয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন (Tamil Nadu Chief Minister MK Stalin)। শনিবার এই খবর জানানো হয়েছে মাদ্রাজ ইএনটি রিসার্চ ফাউন্ডেশন প্রাইভেট লিমিটেডের (Madras ENT Research Foundation (P) Ltd) তরফে।

সংস্থা সূত্রে খবর, গতকাল থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের কাশি (cough) ও জ্বরের (fever) উপসর্গ (symptoms) ছিল। তাঁর ভাইরাল জ্বর ধরা পড়েছে। তাঁকে জ্বরের নিয়মিত চিকিৎসা (treatment) করানোর পাশাপাশি এবং কয়েকদিন বিশ্রামের নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। আরও পড়ুন: Bhutan's King In Kaziranga: কাজিরাঙায় স্বাগত জানানো হল ভুটানের রাজাকে, দেখুন ভিডিয়ো