Mosque To Be Removed From Allahabad High Court Premises: এলাহাবাদ আদালত চত্বর থেকে মসজিদ সরানোর নির্দেশ
উত্তরপ্রদেশের এলাহাবাদ আদালত চত্বর থেকে মসজিদ সরিয়ে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ওয়াকফ বোর্ডকে সেই মসজিন অন্যত্র সরানোর জন্য রাজ্য় সরকারের কাছে জমি চাওয়ার আবেদন করতে বলল দেশের শীর্ষ আদালত।
উত্তরপ্রদেশের এলাহাবাদ আদালত চত্বর থেকে মসজিদ সরিয়ে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ওয়াকফ বোর্ডকে সেই মসজিন অন্যত্র সরানোর জন্য রাজ্য় সরকারের কাছে জমি চাওয়ার আবেদন করতে বলল দেশের শীর্ষ আদালত। 'মসজিদ হাইকোর্ট'নামের সেই মসজিদকে ২০১৭ সালে সরিয়ে দেওয়ার রায় দিয়েছিল এলাহাবাদ আদালত।
এরপর সুপ্রিম কোর্টে চালে মামলা। তিন মাসের মধ্যে মসজিদটি আদালত চত্বর থেকে না সরানো হলে, তা ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ। আরও পড়ুন-আগামী বছরে মন্দার আশঙ্কা, এখন থেকেই কর্মী সংকোচন শুরু অর্থ ও স্বাস্থ্যসেবা খাতে
দেখুন টুইট