Sudden Death in Pune: নবরাত্রির অনুষ্ঠানের মাঝে অঘটন, গারবা নাচতে নাচতেই চলে গেলেন পুনের 'গারবা কিং'

চিকিৎসকেরা অশোক মালিকে মৃত বলে ঘোষণা করেন। গারবা নাচতে নাচতেই চলে গেলেন পুনের 'গারবা কিং'।

Sudden Death in Pune While Performing Garba (Photo Credits: X)

Sudden Death in Pune: নবরাত্রি (Navratri 2024) উপলক্ষ্যে গারবা (Garba) নাচতে গিয়ে হৃদরোগে (Heart Attack) মৃত্যু হল এক নৃত্যশিল্পীর। মহারাষ্ট্রের পুনে (Pune) জেলার জনপ্রিয় গারবা নৃত্যশিল্পী অশোক মালির মৃত্যু হয়েছে নাচের পারফর্মেন্স চলাকালীনই। সোমবার সন্ধ্যায় নবরাত্রি উপলক্ষ্যে পুনের চাকনে গারবা অনুষ্ঠানের আয়োজন করা হয়ছিল। সেখানে এক খুদের সঙ্গে পা মিলিয়ে গারবা নাচছিলেন অশোক। আচমকা মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা অশোক মালিকে মৃত বলে ঘোষণা করেন। গারবা নাচতে নাচতেই চলে গেলেন পুনের 'গারবা কিং'।

অশোকের শেষ গারবা পারফর্মেন্স... 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now