UP University: ক্লাসের ফাঁকে বিশ্ববিদ্যালয়েই পড়ছিলেন নামাজ, ভিডিয়ো ভাইরাল হতেই গ্রেফতার ছাত্র
তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৯৯ ধারায় মামলা রুজু করা হয়েছে।
নয়াদিল্লিঃ চলছে রমজান মাস। আর এরই মাঝে বিশ্ববিদ্যালয়ের ফাঁকা জাওগায় নামাজ পড়ার জন্য এক ছাত্রকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মিরাটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। জানা গিয়েছে, ওই ছাত্রের নাম খালিদ প্রধান। ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র তিনি। এদিন ক্লাসের মাঝে বিশ্ববিদ্যালয়ের একটি ফাঁকা জায়গায় নামাজ পড়ছিলেন তিনি। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করে ভাইরাল করে দেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন নিরাপত্তারক্ষী। আর এরপরই তাঁকে গ্রেফতার করে পুলিশ। শুধু তাই নয়, এই ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করা হয় খালিদকে। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৯৯ ধারায় মামলা রুজু করা হয়েছে।
ক্লাসের ফাঁকে বিশ্ববিদ্যালয়েই পড়ছিলেন নামাজ, ভিডিয়ো ভাইরাল হতেই গ্রেফতার ছাত্র
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)