Punjab: লুধিয়ানায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কারাখানার একাংশ, আটকে রয়েছেন একাধিক শ্রমিক, জারি উদ্ধারকাজ
পঞ্জাবের লুধিয়ানায় ভয়ঙ্কর দুর্ঘটনা। ফোকাল পয়েন্ট ৮ এলাকায় আচমকাই ভেঙে পড়ল কারখানাটর একাংশ। ধংসস্তুপে চাপা পড়ে রয়েছেন কমপক্ষে ৬ জন শ্রমিক।
পঞ্জাবের (Punjab) লুধিয়ানায় ভয়ঙ্কর দুর্ঘটনা। ফোকাল পয়েন্ট ৮ এলাকায় আচমকাই ভেঙে পড়ল কারখানাটর একাংশ। ধংসস্তুপে চাপা পড়ে রয়েছেন কমপক্ষে ৬ জন শ্রমিক। সূত্রের খবর, শনিবার সন্ধ্যে ৭টা নাগাদ ঘটনাটি ঘটে। খবর পেয়েছে ছুটে যায় স্থানীয় পুলিশ, উদ্ধারকারী দল। উদ্ধারকাজে হাত লাগায় স্থানীয় বাসিন্দারাও। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌছেছে স্থানীয় প্রশাসন। জানা যাচ্ছে, এদিন কাজ চলছিল ওই কারখানায়। তখনই কর্মীদের মাথায় ভেঙে পড়ে কারখানার একাংশ। কয়েকজন শ্রমিককে ইতিমধ্যেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলেও এখনও ৬ জন আটকে রয়েছেন। তাঁদের উদ্ধার করার প্রক্রিয়া জারি রয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।
দেখুন ভিডিয়ো
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)